বিনোদন ডেস্ক :
আপাতত বিদেশেই সংসার প্রিয়ঙ্কা চোপড়ার। তবে বিদেশে থাকলেও তিনি যে মনেপ্রাণে এখনও ‘দেশি গার্ল’, তা আরও একবার প্রমাণিত হলো। চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনীত ছবি ভারতীয় সিনেমা ‘চেলো শো’। সেই ছবির প্রদর্শনের আয়োজন করছেন প্রিয়াঙ্কা নিজের বাড়িতেই।
নলিন কুমার পাণ্ড্য ওরফে প্যান নলিনের ছবি ‘চেলো শো’। গত বছর জুন মাসে মুক্তি পায় এই ছবি। সিনেমার প্রতি অগাধ ভালবাসা থেকে স্বপ্নপূরণের প্রবল ইচ্ছা। গুজরাতের এক গ্রামের ন’বছর বয়সি বালক সময়। স্বপ্নপূরণ করতে গিয়ে সে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তা নিয়েই তৈরি এই ছবি।
দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে ‘চেলো শো’। সেই জন্যই লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছবির প্রদর্শনের আয়োজন করেছেন প্রিয়াঙ্কা। পরিচালক ছাড়াও প্রদর্শনে উপস্থিত ছিলেন, ছবির শিশু অভিনেতা ভাবিন রাবারি। এ অনুষ্ঠানের একাধিক ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবির প্রদর্শনে সাবেকি গুজরাতি পোশাকে উপস্থিত হয়েছিল ভাবিন। অন্যদিকে, নিজের জন্য কালো পোশাক বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রদর্শনের পর ভাবিনের সঙ্গে আলাদা করে কথাও বলেন ‘কোয়ান্টিকো’ খ্যাত এই অভিনেত্রী।
হলিউডের বেশ কিছু ছবির পর ফের হিন্দি ছবির কাজে ফিরছেন নিক জোনাসের ঘরনি। ফারহান আখতারের ছবি ‘জি লে জ়ারা’য় আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিজের প্রসাধনী সংস্থার প্রচারে মুম্বইয়ে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
সূত্র: আনন্দবাজার
