নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় শারিরিক অসুস্থতার কারনে এক গৃহবধু আত্মহনন করেছে বলে জানা গেছে। নিহত গৃহবধুর নাম আকলিমা খাতুন (৩২)। সে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের দাদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।বুধবার (১সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহতের বাবার বাড়ি গৌরিপুর গ্রামে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে সে।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলামের বরাত দিয়ে শিক্ষক মুজিবর রহমান জানান, ১৫বছর আগে গৌরীপুর গ্রামের লিয়াকাত মিস্ত্রির মেয়ে আকলিমার সাথে বিয়ে হয় পাশের দাদপুর গ্রামের শহিদুলের । বিয়ের পর থেকে শারিরিক নানা জটিলায় ভুগছিলেন আকালিমা।
বর্তমানে সে গুরত্বর অসুস্ত আর নিঃসন্তান ছিল। এ কারনে সে অনেকদিন বাপের বাড়িতে রয়েছে সে । অসুস্থতার কারনে হয়তবা সে আত্নহত্যার পথ বেছে নিতে পারে। আজ সকালে তার ঝুলত লাশ দেখে পরিবারের সদস্যরা থানা পুলিশে খবর দেয়।
পাটকেলঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে।
