হোম রাজনীতি অশান্তি থেকে মুক্তি পেতে দেবীর বন্দনা করুন, সনাতন ধর্মাবলম্বীদের কাদের

রাজনীতি ডেস্ক:

বিশ্বব্যাপী চলমান অশান্তি থেকে মুক্তি পেতে সনাতন ধর্মাবলম্বীদের বেশি করে দেবীর বন্দনা করতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী খেলার মাঠে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছেন। কিন্তু এ মুহূর্তে সারা বিশ্বেই যুদ্ধ পরিস্থিতি। তার ‍ওপর এবার দেবী ঘোড়ায় আসবেন, ঘোড়ায় যাবেন। এটা অশান্তির বার্তা। তাই অশান্তি থেকে মুক্তি পেতে বেশি করে দেবীর বন্দনা করবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভুলভ্রান্তি আমাদের থাকতেই পারে। তবে এই দেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার চেয়ে আপনাদের বেশি আপন আর কেউ না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চায়। তাই তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে; শেখ হাসিনার ক্ষমতাকে তারা চ্যালেঞ্জ করছে। তা মোকাবিলা করতে হবে। তাদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

‘অসাম্প্রদায়িক চেতনায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি; এই চেতনা বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার সঙ্গে থাকি। তিনি আপনাদের সবচেয়ে আপনজন,’ যোগ করেন কাদের।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আর এই দেশকে বাঁচাতে হলে অসাম্প্রদায়িক চিন্তাধারাকে বাঁচাতে হবে। আমাদের অভিন্ন শত্রু জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন