হোম অর্থ ও বাণিজ্য অবৈধভাবে বেতার তরঙ্গ ব্যবহার নিয়ে সতর্ক করলো বিটিআরসি

বাণিজ্য ডেস্ক:

অবৈধভাবে বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিংক স্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রি, পরিচালনা বা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে বিটিআরসি।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০)- এর ধারা ৫৫(১) অনুযায়ী লাইসেন্স ছাড়া বাংলাদেশ ভূখন্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমায় বা আকাশসীমায় বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোন বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার বা কোন বেতার যন্ত্রপাতিতে কমিশন থেকে বরাদ্দ করা তরঙ্গ ছাড়া অন্য কোন তরঙ্গ ব্যবহার আইনানুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আইনের উপরোক্ত বিধানের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুকূলে আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিংক স্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রি, পরিচালনা বা ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

তবে বর্তমানে পরিলক্ষিত হচ্ছে, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে অনুমোদন ছাড়া নিয়মের বাইরে বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিংক স্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রি, পরিচালনা বা ব্যবহার করা হচ্ছে। যা আইনত অবৈধ ও দণ্ডনীয় অপরাধ এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

এ অবস্থায় বিটিআরসি’র অনুমোদন গ্রহণ ছাড়া অবৈধভাবে যে কোন ধরনের বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিংক স্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রি, পরিচালনা বা ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) অনুযায়ী দায়ী ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন