হোম খুলনাসাতক্ষীরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে সাতক্ষীরায় এক নাগরিক আটক

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে সাতক্ষীরায় এক নাগরিক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে সাতক্ষীরার বলদঘাটা সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটককরেছে বিজিবি। শনিবার রাতে সদর উপজেলার বৈকারী বিওপির আওতাধীন বলদঘাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার সকাল ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।আটককৃত ভারতীয় নাগরিক হলেন, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ সিটির ৯৯৯ ধানীনিমরা চন্দ তালেব এনএচাওড়া এলাকার শেখ খলিলের ছেলে শেখ  এজাজ (৩৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপিরহাবিলদার মোঃ সাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ২৮ এর কাছাকাছি আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যরন্তরে বলদঘাটা নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করেন। এ সময় উক্ত স্থান থেকে উক্ত ভারতীয় নাগরিক এজাজকে আটক করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভারতীয় নাগরিক এজাজের সাথে আনুমানিক ১৫ বছর আগে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাড়া এলাকার নূর মোহাম্মদ এর কন্যা মায়া বেগম (৩৫) এর সাথে ভারতে থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে তারা বাংলাদেশে এসে দীর্ঘ ৪বছর যাবত খুলনার দৌলতপুরে বসবাস করছেন। ভারতীয় নাগরিক এজাজ সেখানে ইজিবাইক চালাতেন বলে জানা গেছে।
এঘটনায় আটক ভারতীয়  নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন