হোম আন্তর্জাতিক অবৈধভাবে নিজ দেশে প্রবেশ, জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

অবৈধভাবে নিজ দেশে প্রবেশ, জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
অবৈধভাবে নিজ দেশে ফিরে আটক হওয়া জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
স্থানীয় গণমাধ্যমের খবর, ২০২১ সালের অক্টোবরে ইউক্রেনের চেরনোমোর্স্ক শহর থেকে একটি ফেরিতে গোপনে জর্জিয়ার বন্দর নগরী পোতিতে পৌঁছান সাকাশভিলি। এরপর তাকে আটক করা হয় এবং অবৈধ সীমান্ত অতিক্রমে অভিযুক্ত করা হয়।

তিবিলিসি সিটি কোর্টের বিচারক মিখাইল ঝিন্দজোলিয়া রায় পড়ার সময় আদালত কক্ষে হৈ চৈ সৃষ্টি হয়। বেলিফদের সাকাশভিলির পক্ষের কিছু লোককে সেখান থেকে বের করে দেওয়া হয়।

২০১৩ সালে জর্জিয়া ছেড়ে যাওয়ার পর সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে চারটি ফৌজদারি তদন্ত শুরু হয়। তিনি এখন ইউক্রেনের নাগরিকত্ব নিয়েছেন।

দুটি মামলায় এই রাজনীতিবিদকে তিন এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১২ মার্চ একটি আদালত তাকে রাষ্ট্রীয় তহবিলের ৩.২ মিলিয়ন ডলারেরও বেশি আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে নয় বছরের কারাদণ্ড দেয়।

২০০৭ সালের ৭ নভেম্বর বিরোধী দলের সমাবেশ ছত্রভঙ্গ করা এবং জর্জিয়ান টিভি কোম্পানি ইমেদির অফিস ধ্বংস করার মামলাগুলো এখনো বিচারাধীন।

২০২২ সালের মে মাসে প্রাক্তন জর্জিয়ান প্রেসিডেন্টকে স্বাস্থ্যের অবনতির কারণে তিবিলিসির ভায়ামেড বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তিনি আজও সেখানে ভর্তি রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন