হোম খেলাধুলা অবসরের ঘোষণা দিলেন রাফায়েল ভারানে

খেলার সংলাপ :

যখন ভাবা হচ্ছিল ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে, ঠিক তখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।

হস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এরপরই ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল সবার মাঝে। তবে সাবেক ফুটবলার ও বিশেষজ্ঞদের তালিকায় সবার ওপরে ছিল রাফায়েল ভারানের নাম। তবে তার আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক এই রিয়াল তারকা।

ইনস্টাগ্রামে ফ্রান্স দলের জার্সি গায়ে সেরা ১০ ছবি পোস্ট করে তার ক্যাপশনে ভারানে লেখেন, ‘এক দশক ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমি বেশ কয়েক মাস ধরেই এটি নিয়ে চিন্তা করছিলাম। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে, আন্তর্জাতিকভাবে আমার অবসর নেয়ার এটাই সঠিক সময়। আমি নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো মিস করব। কিন্তু নতুন প্রজন্মের দায়িত্ব নেয়ার সময় এসেছে। আমার হৃদয়ের গভীর থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।’

২০১৩ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় ভারানের। এরপর থেকে দলের সেরা ডিফেন্ডারে পরিণত হন এই ফরাসি খেলোয়াড়। জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপ এবং বিশ্বকাপ জিতেছেন তিনি। ইতিহাসে মাত্র চতুর্থ ব্যক্তি হিসেবে জিতেছেন বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

কাতার বিশ্বকাপের ফাইনালের পর ফ্রান্স আর আন্তর্জাতিক ফুটবল না খেলায়, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সি গায়ে তার শেষ ম্যাচ। ফ্রান্সের হয়ে ৯৩ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন ভারানে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন