স্পোর্টস ডেস্ক:
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করে তিনি তার সিদ্ধান্ত বদলান। যেখানে টাইগার ওপেনার বড় কৃতিত্ব দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যান তামিম। সেখানে হয় দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক। এসময় টাইগার ওপেনারের সঙ্গে ছিলেন পাপন, মাশরাফী ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।
গণভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তামিম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি তার অবসর ঘোষণা তুলে নিচ্ছেন। কারণ সবাইকে না করলেও তার পক্ষে প্রধানমন্ত্রীকে না করা অসম্ভব। অবশ্য এখনই মাঠে ফিরছেন না তিনি। থাকবেন দেড় মাসের বিশ্রামে।
তামিম বলেন, ‘আজ দুপুর বেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যিনি সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’
একদিন আগে সংবাদ সম্মেলন ডেকে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিমকে ২৪ ঘণ্টার মধ্যে মত বদলাতে অবশ্য বড় ভূমিকা রেখেছেন পাপন ও মাশরাফী।
তামিম বলেন, ‘অবশ্যই পাপন ভাই ও মাশরাফী ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফী ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছিলেন, ‘গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।’
এদিকে গণভবন থেকে বের হয়ে মাশরাফী তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আবার দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয়, ইন-শা-আল্লাহ।’
অন্যদিকে অবসর ভেঙে ফিরে আসায় স্বস্তি পাচ্ছেন বোর্ড সভাপতি পাপন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’
আশা করা হচ্ছে, বিশ্রাম শেষে এশিয়া কাপের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরবেন তামিম। আগামী ৩১ আগস্ট ৬ দল নিয়ে মাঠে গড়াবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর।