নড়াইল অফিস:
টানা ৬ দিন পরে নড়াইলের সকল থানায় পুলিশের কার্যক্রম পুরোদমে চালু হলো। সোমবার সকাল থেকে জেলার সড়কে ট্রাফিক,কোর্টে পুলিশ এবং থানায় সরব উপস্থিতি ও কর্মচাঞ্চল্য দেখা যায়।
সোমবার বেলা ১১ টায় পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা সহ একটি মোটর শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে শেষ হয়। সেখানে পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান পুলিশের দাবী দাওয়া ও সীমাবদ্ধতা বিষয়ে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।
এসময় অতিঃ পুলিশ সুপার আনোয়ার হোসেন,তারেক আল মেহেদী,সদর থানার ওসি মো.সাইফুল ইসলাম সহ সকলে উপস্থিত ছিলেন।এরপর সকলে যার যার কর্মক্ষেত্রে ফিরে যান।
সড়কে ট্রাফিক ফিরলেও ছাত্ররা তাদের ডিউটি পালন করছে। থানায় যথারীতি সেনাসদস্যের পাথারা রয়েছে। পুলিশ সদস্যরা বলছেন,তাদের ১১ দফা দাবীর ব্যাপারে স্বরাস্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন,তাই তারা কাজে ফিরেছে। সাধারন মানুষ থানায় কাজ করতে পেরে খুশি।
পুলিশ সুপার গনমাধ্যমকে সকল কাজের জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ কাজে ফিরেছে বলে দাবী করেন।