হোম আন্তর্জাতিক অবরোধকারীদের হামলায় ওসির দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

গাড়ি ভাঙচুর ও নাশকতা থামাতে গিয়ে অবরোধকারীদের হামলায় চট্টগ্রামের আনোয়ারা থানার ওসিসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত হয়েছে ওসি সোহেল আহমেদের ডান চোখ। চিকিৎসকরা বলছেন, চোখের ভেতরে আঘাত লেগেছে। অবরোধকারীরা ভাঙচুর করেছে ১০ থেকে ১২টি গাড়ি। পরে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

ডান চোখে গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে অ্যাম্বুলেন্সে আনা হয় চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগে। তাকে ভর্তি করা হয়েছে ২০ নম্বর ওয়ার্ড চক্ষু বিভাগে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী শশী কমিউনিটি সেন্টারের সামনে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করছিল। এমন খবরে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ওসি সোহেল আহমেদ। এ সময় পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ডান চোখে গুরুতর আঘাত পান ওসি সোহেল আহমেদ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। তারা বেশ কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ওসির চোখের ভেতরে আঘাত লেগেছে। থাকতে হবে রেস্টে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক রাজিয়া জানান, চোখের ওপর আঘাত লাগেনি। তবে ভেতরে আঘাত লেগেছে। বিশ্রামে থাকতে হবে।

এদিকে ঘটনার সময় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক মহিউদ্দিন, কনস্টেবল বিজয় ও নাজিউর রহমান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এক অবরোধকারীকে আটক করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন