জাতীয় ডেস্ক:
আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের জন্মদিনে তাকে কার্যালয়ে ডেকে কেক খাইয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান হিরো আলম।
ডিবি কার্যালয় থেকে বেলা সাড়ে তিনটার দিকে সময় সংবাদকে হিরো আলম বলেন, সন্ধ্যায় আমার অফিসে জন্মদিনের অনুষ্ঠান করবো। সেজন্য ভাইকে (হারুন অর রশীদ) দাওয়াত দিয়েছিলাম। ভাই বললেন, আমি তো যেতে পারবো না, তুমি চলে আসো আমার অফিসে। তাই আমি এখানে চলে এলাম।
ডিবি কার্যালয়ে হিরো আলমকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক-মিষ্টি খাওয়ান হারুন অর রশীদ।
হিরো আলম বলেন, ভাই শুভেচ্ছা জানিয়েছেন, কেক, মিষ্টি খাইয়েছেন এবং লাঞ্চ করিয়েছেন। উপহার হিসেবে কিছু জামাকাপড়ও দিয়েছেন।
ফেসবুক ও ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তিন তিনবার সংসদ নির্বাচন করেছেন। তিনি বেশ কিছু সিনেমা তৈরির পাশাপাশি গানও গেয়েছেন।
এই গানের সূত্র ধরেই গত বছরের আগস্টে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ হয় হিরো আলমের। যদিও তার প্রথম সাক্ষাৎ সুখের ছিল না।
বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে সে সময় ডিবিতে অভিযোগ করেন আলোচিত এক মডেল। এর প্রেক্ষিতে হিরো আলমকে ডাকা হয় ডিবি কার্যালয়ে। সেখানে গিয়ে তিনি এই মর্মে মুচলেকা দেন যে, আর বিকৃত করে কোনো গান গাইবেন না।
ওই ঘটনার পর হারুন অর রশীদের বিরুদ্ধে গণমাধ্যমে হিরো আলম ক্ষোভ প্রকাশ করলেও পরে ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালো হতে দেখা যায়। হিরো আলমকে বিভিন্ন সময় নানান অভিযোগ এবং সমস্যা নিয়ে ডিবি কার্যালয়ে যেতেও দেখা যায়।