হোম আইন-আদালত অপহরণ-ধর্ষণ মামলায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র রিমান্ডে

অপহরণ-ধর্ষণ মামলায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র রিমান্ডে

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:

খুলনার সোনাডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোনাডাঙ্গা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ মামলার ২নং আসামি সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খুলনা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর রিবন খান ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। গত ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওঐ নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ঐ নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে তৎকালীন মন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার আগেই ঐ নারীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়।

এ ঘটনায় ধর্ষণ ও অপহরণের শিকার নারীর খালাতো ভাই পরিচয় দেওয়া গোলাম রসুল বাদী হয়ে গত ৯ অক্টোবর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন। আদালত ঘটনাটি তদন্ত করে সোনাডাঙ্গা থানাকে মামলা রুজুর নির্দেশ দিলে গত ১৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ঐ মামলার ২ নম্বর আসামি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন