রাজনীতি ডেস্ক :
বিএনপি আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ নেতারা। গণতন্ত্রের ওপর আঘাত এলে জনগণকে সঙ্গে নিয়ে পাল্টা জবাব দিতেও প্রস্তুত তারা।
শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন নেতারা। এদিকে, সব বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে গুলিস্তানের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে কৃষক লীগ।
উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সারা দেশে আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছে। ধৈর্যের বাঁধ ভাঙলে ঘরে বসে থাকবে না আওয়ামী লীগ–এমন হুঁশিয়ারি দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে দল।
তিনি বলেন, ‘আমরা সংযমী হব। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকেই ছাড় দেব না।’
এদিকে, এদিন দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
হাছান মাহমুদ বলেন, স্বপ্ন এখন বিএনপির জন্য দুঃস্বপ্ন। সেটি কখনো বাস্তবায়িত হবে না। আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির আন্দোলন জমে উঠছে বলেই বাধা দিচ্ছে সরকার। সব বাধা উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা তাদেরও।
আমীর খসরু বলেন, ‘জনসমর্থন যাদের নেই, তারাই সহিংসতায় নামে, তারাই অন্যের কাজে বাধা দেয়। কিন্তু আমরা তো আওয়ামী লীগের কাজে বাধা দিচ্ছি না!’
বিএনপির এই নেতা জানান, নির্বাচন সামনে রেখে নতুন কৌশলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
