হোম রাজনীতি অন্তর্বর্তী সরকারের তালিকা প্রস্তাব বিএনপির

অন্তর্বর্তী সরকারের তালিকা প্রস্তাব বিএনপির

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ

রাজনীতি ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নামের তালিকা প্রস্তাব করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এ তালিকা দেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধিরা তালিকায় স্থান পেয়েছেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজে গত নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ তালিকা দেয়া হয়েছে।

এদিকে আজ রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন