হোম জাতীয় অনেকটাই মাছশূন্য কাপ্তাই হ্রদ

জাতীয় ডেস্ক :

আহরণ শুরুর তিন মাস পার না হতেই রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ অনেকটাই মাছ শূন্য হয়ে পড়েছে। জেলার সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটে কর্মচাঞ্চল্য কমে গেছে। এতে হতাশ ব্যবসায়ীরা।

রাঙামাটির মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটে নেই ব্যস্ততা। মাছ শূন্য একেকটি ড্রাম। হ্রদের মাছ কমে যাওয়ায় কর্মচাঞ্চল্য নেই।

জেলেরা জানান, মধ্য আগস্টে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের শুরুতে তাদের জাল মাছে ভর্তি থাকত। ভোর থেকেই ফিশারিঘাট মৎস্য আড়ত ব্যবসায়ী আর শ্রমিকের হাঁকডাকে মুখরিত থাকত। জেটিতে বাঁধা থাকত শ’ খানেক মাছ ভর্তি বোট। কিন্তু তিন মাস না পেরুতেই অনেকটাই মাছশূন্য হয়ে পড়েছে কাপ্তাই হ্রদ। বেচাকেনা না থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা।

এক জেলে বলেন, আগে দৈনিক ২০ থেকে ২৫ গাড়ি মাছ সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে মাছ কম ধরা পড়ায় তা কমে ৩ থেকে ৪ গাড়িতে নেমে গেছে।

হ্রদে পানি কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি শাখার ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম।

তিন মাস বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের প্রথম দিনে ১৮৫ মেট্রিক টন মৎস্য আহরণ হয়। ১৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে ১ হাজার ৩২০ মেট্রিক টন মাছ অবতরণ কেন্দ্রে আনা হয়। যা পরের মাস সেপ্টেম্বরে কমে ১ হাজার ২২৮ মেট্রিক টনে নেমে যায়। তার পরে অক্টোবর মাসে তা আরও কমে ৮২৩ মেট্রিক টনে নামে। আর পহেলা নভেম্বর মৎস্য আহরণ হয়েছে সাড়ে ২২ মেট্রিক টন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন