হোম খেলাধুলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। কিন্তু টসের পর দুই দলের খেলোয়াড় হাত মেলাননি।

বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে টস করতে নামেন সহ অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করতে নামেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ। এ সময় হাত মেলাননি দুই দলের প্রতিনিধি।

অথচ আইসিসির নিয়ম অনুযায়ী, টসের সময় দুই দলের প্রতিনিধি হাত মেলান। বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়ের হাত না মেলানোর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কই কারণ মনে করা হচ্ছে।

আইপিএল থেকে বিসিসিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে বাদ দিয়েছে। ওই ঘটনায় নিরাপত্তা শাঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে। যার আঁচ ছোটদের বিশ্বকাপেও পড়েছে মনে করা হচ্ছে।

এর আগে গত বছরের এশিয়া কাপে কূটনৈতিক সংকটের কারণে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা টস এবং ম্যাচের পর হাত মেলাননি। পরিস্থিতি আরও জটিল হয়েছিল, পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জেতার পর। এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভি হওয়ায় তার হাত থেকে শিরোপা নেয়নি ভারত।

শনিবার টস জিতে শুরুতে বোলিং নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের সহ অধিনায়ক জওয়াদ বলেন, ‘উইকেট কিছুটা ভেজা মনে হচ্ছে, আমরা প্রথম ১০-১৫ ওভারের সুবিধা নিতে চাই। যে কারণে শুরুতে বোলিং করা ভালো হবে মনে করছি।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন