হোম খেলাধুলা অনিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ, তবুও এলিট নিরাপত্তা বাহিনী নিয়ে প্রস্তুত শ্রীলঙ্কা

অনিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ, তবুও এলিট নিরাপত্তা বাহিনী নিয়ে প্রস্তুত শ্রীলঙ্কা

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখনও নিশ্চিত নয়। এছাড়া পুরো বিশ্বকাপ না হলেও ভারত ম্যাচ বয়কট করতে পারে সালমান আলী আগার দল। এমন গুঞ্জনও রয়েছে। এমন অনিশ্চয়তার মধ্যেও ভারত–পাকিস্তানের ম্যাচ ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা।

সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ভারত-পাকিস্তান। এই ম্যাচে নিরাপত্তা জোরদার করতে এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় বিশ্বকাপের অন্য ম্যাচগুলো ঘিরেও এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। তবে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোর ওপর আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

শ্রীলঙ্কার পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোকে সব অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় ব্যবহার করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়ার পর আবার বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার আওতায় থাকবে তারা।’

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়।

এ দিকে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশও ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করবে কি না তা জানা যাবে আগামীকাল অথবা আগামী সোমবার। ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন