হোম খেলাধুলা অধিনায়কত্ব নিয়ে শান্ত খুবই গর্বিত

স্পোর্টস ডেস্ক:

প্রথমবারের মতো টেস্টে নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দিলেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে। আর এই দায়িত্ব নিয়ে শান্ত খুবই গর্বিত বলে জানিয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচটিতে এক গ্লেন ফিলিপসই ব্যবধান গড়েছেন। মিরপুরের দুর্ভেদ্য উইকেটে অন্যরা ধুঁকলেও প্রথম ইনিংসে ৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন তিনি। আর তাতেই কিউইরা জয় তুলে নেন ৪ উইকেটে। ফলে ১-১ ব্যবধানে শেষ হলো দুই ম্যাচের সিরিজ।

মিরপুর টেস্ট শেষে নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রথমত খুবই গর্বিত। প্রথম ম্যাচটা খুবই ভালো খেলেছি আমরা, দ্বিতীয় ম্যাচটায় সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল। ১৩৭ টার্গেট দিয়েছি, তারপর বোলাররা যেভাবে চেষ্টা করেছে, তাতে আমি বেশ খুশি।’

ব্যাটিং আর অধিনায়কত্ব নিয়ে শান্ত বলেন, ‘আমি যখন ব্যাটিং করি, তখন আমার মনে হয় না আমি ক্যাপ্টেন। সত্যি কথা, আমার একটা বারের জন্যও মনে হয় না যে কয়টা ম্যাচ অধিনায়কত্ব করেছি এখন পর্যন্ত। এভাবে করে যেতে পারলে খুবই ভালো। আমার কাজ ব্যাটিংয়ের পরে যখন মাঠে ঢুকি। তখন মাঠের বাইরে আমার কী প্ল্যান, সেগুলো করার চেষ্টা করি। কিন্তু ব্যাটিংয়ে আমার এখন পর্যন্ত মনে হয় না যে আমি অধিনায়ক, আমাকে আলাদা কোনো কিছু করতে হবে।’

বাংলাদেশের ভারপ্রাপ্ত এই দলপতি আরও বলেন, ‘আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে। অনেক কিছু শিখতে পেরেছি। সামনে যদি সুযোগ আসে, তাহলে এ অভিজ্ঞতাগুলো আরও হবে। ওভাবে পরিকল্পনা করা যাবে।’

দলের বিষয়ে শান্ত বলেন, ‘উন্নতির জায়গা আছে, ব্যাটিংয়ে আরেকটু বেটার আমরা কীভাবে করতে পারি… এই জায়গাটায় একটু ল্যাকিংস আছে। আমি বলব না আমাদের ইমপ্রুভ হচ্ছে না, এখানে অনেক প্লেয়ার আছে যারা একদমই নতুন। কিন্তু দেখে কারও মনে হয়নি তারা নার্ভাস কিংবা টেনশন ফিল করছে। সবাই দলের জন্য খেলার চেষ্টা করেছে। তো এই দিকগুলা পজিটিভ ছিল।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন