হোম জাতীয় অজ্ঞানপার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, ২ লক্ষাধিক টাকা খোয়া

জাতীয় ডেস্ক:

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার মমিন মণ্ডল (৪২) ও হাসেম শেখ (৪০) নামে ২ গরু ব্যবসায়ীর ২ লাখ ২০ হাজার টাকা খোয়া গেছে।

বুধবার (২৮ জুন) সকালে দৌলতদিয়া ঘাটে ফেরির মধ্যে থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরির মধ্যে তাদের অচেতন করে টাকা লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।

জানা গেছে, গত রোববার রাতে মমিন ও হাসেম ট্রাকে করে দুটি গরু নিয়ে বিক্রির জন্য কালুখালী থেকে সাভারের হেমায়েতপুরে হাটে যান। গরু দুটি বিক্রি করে তারা মঙ্গলবার দিবাগত রাতে বাড়িতে ফিরছিলেন। পাটুরিয়া ঘাটে এসে তারা ফেরিতে উঠলে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাদের দুজনকে পানি খেতে দেন। তারা পানি খেয়ে অচেতন হয়ে পড়ল মমিনের কাছে থাকা ১ লাখ ২৫ হাজার ও হাসেমের কাছে থাকা ৯৫ হাজার টাকা লুটে নিয়ে সটকে পড়েন অজ্ঞান পার্টির সদস্যরা। পরে বুধবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে এসে ফেরিটি ভিড়লে দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা দুই গরু ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে থাকা মমিন মন্ডলের স্ত্রী জাহেদা বেগম বলেন, ‘কোরবানির ইদ উপলক্ষে অনেক কষ্টে গরুটাকে যত্ন করে ভালো টাকার আশায় ছিলাম। আমাদের সর্বনাশ হয়ে গেল।’

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রদীপ কান্তি পাল বলেন, ‘হাসপাতালে দুই গরু ব্যবসায়ী অচেতন অবস্থায় ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে।’

এ বিষয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জে এম সিরাজুল কবির বলেন, ‘ঘটনাটি পাটুরিয়া ঘাট এলাকায় সংঘটিত হওয়ার পর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে দুই গরু ব্যবসায়ীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন