আন্তর্জাতিক ডেস্ক :
অকেজো গাড়ির গায়ে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে সূর্যমুখী ফুল। ভিন্নধর্মী এই শৈল্পিক কাজে অংশগ্রহণ করেছেন ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের একদল শিল্পী। তাদের উদ্দেশ্য গাড়ি বিক্রির অর্থ দিয়ে ইউক্রেনের বাসিন্দাদের পাশে দাঁড়ানো। একইসঙ্গে রঙের ছোঁয়া ভবিষ্যতের ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশা সংশ্লিষ্টদের। খবর রয়টার্স।
পোড়া গাড়ির গায়ে ফুটিয়ে তোলা হচ্ছে রঙতুলির ছোঁয়া। যেন ধ্বংসস্তূপের মাঝে জীবন ফিরিয়ে দেয়ার চেষ্টা। সুনিপুণ হাতের এই কারুকার্য চলছে ইউক্রেনের ইরপিন শহরে।
গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ বাহিনীর সামরিক অভিযানে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। বাদ যায়নি রাষ্ট্রীয় ও ব্যক্তিগত যানবাহনও। এবার সেই অকেজো গাড়িগুলোতে সূর্যমুখী ফুল এঁকে দুর্দান্ত কাজ করছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের একদল শিল্পী। তাদের এ ব্যতিক্রমী উদ্যোগের উদ্দেশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পুনর্গঠনে কাজ করা।
লস অ্যাঞ্জেলেসের শিল্পী ট্রেক কেলি বলেন, এ প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ইউক্রেনের বাসিন্দাদের জন্য অর্থ সংগ্রহ করা। এগুলো বিক্রি করে টাকাগুলো বিভিন্ন শহরে মেরামত করার কাজে ব্যয় করতে চাই। এ যুদ্ধে নিহতদের স্মরণ করছি আমরা।
ইউক্রেনের শিল্পী ওলেনা ইয়ানকো বলেন, এই কাজে যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা তাদের কাছের মানুষ হারিয়েছেন আমরা তাদের সমবেদনা জানাই। এই শিল্পকর্মটি আপনাকে বেঁচে থাকার আশা জাগাবে। এটি আপনাকে যুদ্ধ জয় করার সাহস জোগাবে।
৫ মাসের বেশি সময় ধরে চলা রুশ বাহিনীর অভিযানে বিপর্যস্ত ইউক্রেনীয়দের জীবন। ইতোমধ্যে দেশ ছেড়ে গেছেন। আর যারা রয়ে গেছেন তাদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে প্রায় সময়ই ভিন্নধর্মী আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন।