হোম খুলনানড়াইল নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ২ ঘন্টা কর্মবিরতি পালন

নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ২ ঘন্টা কর্মবিরতি পালন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
স্বতন্ত্র নিয়োগবিধি ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ চেয়ে নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ২ ঘন্টা কর্মবিরতি পঅলন করেছে। ৫ মে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পযর্ন্ত ২ ঘন্টাব্যাপি আলাদত চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নড়াইল শাখার আয়োজনে এই কমৃসুচি পালন করে।

এ সময় বক্তরা বলেন বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, বিদ্যমান বøকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান করতে হবে। বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারীরা একই দপ্তরে কাজ করেন। কিন্তু জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতা পেয়ে থাকেন। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮-৪০ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।২ ঘন্টা কর্মবিরতি চলা কালে বক্তব্য দেন খান আজিম উদ্দিন,মো: মোহন মোল্যা ,আবুল কালাম আজাদ,মো: মাহমুদুল হাসান,মো: মাজেদুল হাসান,মাহমুদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন