হোম অন্যান্যসারাদেশ ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে ত্রিশাল উপজেলার বালিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক ও সিএসজি অটোরিক্সা দুটিই বালিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বালিপাড়া মোড়ের ছোট পুল এলাকায় ট্রাকটি অভারটেক করার সময় সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে নিহতদের উদ্ধারে কাজ করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন