হোম জাতীয় শেষ মুহূর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

জাতীয় ডেস্ক :

শেষ মুহূর্তে ঢাকা সফর বাতিল করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভে।

রোববার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে দুই দি‌নের সফরে ঢাকায় আসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। আগামী ২৩-২৪ নভেম্বর ঢাকায় এই সম্মেলন শুরু হচ্ছে। তার আগেই ঢাকা সফর বাতিল করেছে মস্কো।

এদিকে সের্গেই ল্যাভরভের শেষ সম‌য়ে সফর‌টি বা‌তিল কারার কারণ জানা যায়নি। তবে, তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, রুশপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে সেই বৈঠকে কি কি বিষয় তুলে ধরা হবে, সেটাও ঠিক হয়েছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন