হোম জাতীয় চট্টগ্রামে নির্মাণাধীন বহুতল ভবনে আগুন

জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে ওই এলাকায়। খবর পোয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের ওয়াসা মোড়ে বাওয়া স্কুলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

সিয়াম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সেখানে কিছু ফোম রাখা ছিল। সে কাপড়ে শ্রমিকরা সিগারেট ফেলে। পরে সিগারেটের আগুন ছড়িয়ে যায়। সব শ্রমিককে আমরা সরিয়ে নিয়েছি।

ভবন নির্মাণকাজে জড়িত বাদশা কন্ট্রাক্টর বলেন, আমাদের বেশকিছু শ্রমিক সেখানে কাজ করছিল। আগুন লাগার বিষয়টি জানার পর কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক আরটিভি নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন