জাতীয় ডেস্ক :
শেরপুরের শ্রীবরদীতে পুলিশের ওপর হামলায় তিন পুলিশ সদস্য আহত, ককটেল বিস্ফোরণ ও দুইটি ককটেল উদ্ধারের ঘটনায় বিএনপির ৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের করা মামলায় ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুরে শ্রীবরদীর সাতানী এলাকায় তাঁতিদলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণ করে তাঁতিদলের কর্মীরা। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি অবিস্ফোরিত ককটেলসহ তাঁতিদলের ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) রোকন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। এ সময় গ্রেফতার ১৫ জনসহ মোট ৭৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
