হোম অন্যান্যসারাদেশ গাঁজাসহ শ্রমিকলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় ৬৫ গ্রাম গাঁজাসহ শহিদুল বিশ্বাস (৪৫) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর থেকে উপ -পরিদর্শক (এস. আই) মেহেদী হাসান আটক করেন। আটককৃত শহিদুল তালা উপজেলার যুগিপুকুর এলাকার মৃত আশরাফুল বিশ্বাসের ছেলে ও পাটকেলঘাটা থানা শ্রামিকলীগের সভাপতি ।

পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ওভার ব্রিজ এলাকায় অভিযান চালায়। ওই সময় ৬৫গ্রাম গাঁজাসহ শহিদুলকে আটক করা হয়।পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

এদিকে মাদক সহ আটককের খবর শুনে জেলা শ্রমিকলীগের সভাপতি সভাপতি সাইফুল করিম সাবু জানান, আমার সংগঠনের নেতৃত্বদানকারী কোন ব্যাক্তি যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে দ্রুত তাকে বহিস্কার করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন