স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বাগদাহা গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল্হাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য মারুফুল ইসলাম মারুফ, মিজানুর রহমান খান, থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
এছাড়া থানা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক আব্দুর রাজ্জক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ, আলমগীর কবির বিশ্বাস, আব্দুল হালিম অঁল, আকরাম খান, শাহিদুজ্জামান সাঈদ, আব্দুর রহমান, ইব্রাহিম হোসেন, রবিউল আলম, ফারুক খান, ইউসুফ আলী, শেখ রুবেল, আলমগীর হোসেন থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান প্রমূখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া মাহফিল পরিচালনা করেন বাগদাহা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রউফ।
