জাতীয় ডেস্ক :
২০২৩ সালে নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৪ সালে। সংবিধান অনুসারে আসছে বছর ডিসেম্বরের শেষ আর জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ থাকলেও কমিশন বেছে নিয়েছে জানুয়ারিকেই। সেই নির্বাচনের মাঠে এক পাক্ষিক রেফারি নয় কমিশন চায় সব দলের খেলা নিশ্চিত করতে।
রোববার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সংবিধান অনুসারে সরকার গঠনের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে হতে হবে পরবর্তী নির্বাচন। সেই হিসেবে ২০২৩ সালের ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশনার আনিছুর রহমান বলেন, ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে একদল নয়, সব দলের রেফারি হয়ে নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে। এ সময় ইসি সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, এক সময় তো ভোটের দায়িত্ব কেউ নিতে চাইতো না। এখন কিন্তু এমন পরিস্থিতি নেই। আমাদের সময় এমন হয়েছে। একটা সময় ছিল ৮০ দশকে, ভোটের দায়িত্বে কেউ আসতে চাইতেন না। এখন নিয়মের মধ্যে এসেছে। দু-একজন তো এদিক-সেদিক হবেই। তবে আশাকরি সবাই নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করবে।
এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, এটাই হলো সবচেয়ে চ্যালেঞ্জ। আমরা ওইদিকেই নজর দেবো। কীভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেবো বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এ প্রচেষ্ট থাকবে। সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এ চেষ্টা থাকবে।
তিনি বলেন, মাঠে থাকতে হবে। মাঠে না থাকলে তো খেলা হবে না। মাঠে না এসে তো কেউ বলতে পারবে না পরিবেশ নেই।
আপনারাও তো এক দলের রেফারি হতে চান না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, অবশ্যই না। সে রকম কাজ করবো না। এটা পরিষ্কার আগেও বলেছি। এখনো বলছি। আমরা আমাদের পরিবেশ, পরিস্থিতি সৃষ্টির যে কাজ সেটা করবো। আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে থাকবো। সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকবো।
আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, বিএনপি নির্বাচনে আসবে না এমনটা মনে করছি না।
সব দল নির্বাচনে আসার মতো পরিস্থিতি না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, কী করবেন- সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে।
ইভিএম’র বিষয়ে তিনি বলেন, ইভিএম নিয়ে যারা বিরোধীতা করছে তা না বুঝেই এর বিপক্ষে বলছে। তবে আসছে নির্বাচনে এই ভেটিং মেশিনের ব্যবহারের সিদ্ধান্তে ইসি অটল থাকবে ইসি।
