রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এবারের কাউন্সিল হবে একটি ঐতিহাসিক কাউন্সিল। এই কাউন্সিল বাংলাদেশ আওয়ামী লীগকে একটা নতুন মাত্রা এনে দেবে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে সংগঠনটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দফতর উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, সভাপতি সেক্রেটারি আলাদা হয়ে সব কাউন্সিল কার্ড নিয়ে যেতে চায়। আমি বিশ্বাস করি বর্তমানে দলের যে সাংগঠনিক অবস্থা তাতে কোথাও কোনো মতদ্বৈধতা হবে না। সব জেলাতেই আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। তবুও নিশ্চিত করতে হবে, সভাপতি সেক্রেটারি সশরীরে কিংবা তাদের লিখিত মাধ্যমে কাউন্সিল কার্ড সংগ্রহ করতে পারে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
আওয়ামী লীগের দফতর উপকমিটির আহ্বায়ক ড. অনুপম সেনের সভাপতিত্বে সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদফতর সম্পাদক সায়েম খান।
