খেলাধূলা ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন আফিফ হোসেন ধ্রুব। এবারও চট্টলার ক্লাবটির হয়েই খেলবেন তিনি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সরাসরি সাইনিংয়ে আফিফকে দলে নিয়ে তারা। আফিফকে দলে নেয়ার বিষয়টি দলের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে চট্টগ্রাম।
গত আসরে চট্টগ্রামের হয়ে ১২ ম্যাটে ২৩২ রান করেছিলেন আফিফ। এখন তিনি আরও শাণিত হয়েছেন। বাংলাদেশের ব্যাটিংঅর্ডারে তাকে অনেকেই নির্ভরযোগ্য হিসেবে দেখছেন। এমনকি টাইগার দলের টি-টোয়েন্টি কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরামও আফিফের প্রশংসায় পঞ্চমুখ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে শ্রীরাম বলেছিলেন, ‘আফিফ প্রথম বল থেকেই সেট। আমি তাকে আমাদের গ্লেন ম্যাক্সওয়েল বলি। সে ক্রিজে নেমে খুব দ্রুতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ক্রিজে নিজেকে মানিয়ে নিতে সে খুব বেশি সময় নেয় না। উপমহাদেশের অন্যান্য ক্রিকেটারের তুলনায় যেটা তার একটি বিশেষ গুণ। সবসময় তার নিজের মতো খেলার জন্য আমি তাকে সাহস যোগায়।’
এ বছরটাও ভালো কাটছে আফিফের। সাদা বলে বাংলাদেশের হয়ে ৩৩ ম্যাচে তিনি করেছেন ৮৩৫ রান। এর মধ্যে ৫ ইনিংসে অর্ধশতকও করেছেন তিনি। লাল সবুজদের হয়ে এখন পর্যন্ত ৭৯ ম্যাচে তার রান ১ হাজার ৪৮৪।