হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সকাল ১০টায়, উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২২-২৩ মৌসুমে গম, ভ‚ট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি সহায়তা হিসাবে বিনামূল্যে সার ও বীজ প্রদান প্রণোদনা কর্মসূচির আওতায় উক্ত সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলাধীন ৭টি ইউনিয়নের ২৬৮০ জন কৃষকের মাঝে মোট ২২০ কেজি গম, ১২০ কেজি সরিষা, ১২০ কেজি সূর্যমুখী, ৩০ কেজি খেসারী ও ৩০ কেজি ভূট্টার বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক ও সুফলভোগী কৃষকগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন