হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও বিজ্ঞান অলিম্পিয়াড সেমিনার

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চে উক্ত মেলা সমাপনী ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সেমিনার শেষে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন