হোম অন্যান্যসারাদেশ আসাদুল ইসলাম কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটার কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উক্ত দ্বিবার্ষিক মেয়াদী সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। মোট ৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে আসাদুল ইসলাম পেয়েছেন ০৫ ভোট এবং অপর প্রতিদ্ব›দ্বী আজহারুল ইসলাম ০২ ভোট পেয়ে পরাজিত হন।

ভোটগ্রহনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস সহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য যে, এর আগে গত ৯ নভেম্বর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। গেজেট অনুযায়ী ওই নির্বাচনের ৭ কর্মদিবসের মধ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন