ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে ফুলের স্তবক অর্পন করা হয়। এসময় এরপর মরহুমার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সহকারী অধ্যাপক মো. হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, শুভদিয়া কে.বি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কুমার সরদার, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সেখ তারিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা এই মহীয়সী নারীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, তিনি একজন রত্নগর্ভা বিদুষী নারী। তাঁর জীবদ্দশায় তিনি অন্তরীক্ষে থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ রাজিয়া নাসের সাহসিকতার সাথে তাঁর ছেলে-মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অত্যন্ত ভালবাসতেন এবং দিক নির্দেশ দিতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাঁচিয়ে রাখতে তাঁর অশেষ অবদান রয়েছে। বক্তব্যের শেষে প্রধান অতিথি শেখ রাজিয়া নাসেরের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য. শেখ রাজিয়া নাসের ২০২০ খ্রিস্টাব্দের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে তাঁর অবদান ছিল অশেষ, অত্র এলাকার মানুষ চিরদিন তাঁকে মনে রাখবে। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেষে কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ সীমানা প্রাচীরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং কলেজের রূপা চৌধুরী লাইব্রেরি পরিদর্শন করেন।