হোম অর্থ ও বাণিজ্য ‘সিঙ্গাপুরের মাধ্যমে বৃহৎ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের ব্যবসার সুযোগ রয়েছে’

বাণিজ্য ডেস্ক :

সিঙ্গাপুরের মাধ্যমে বৃহৎ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের ব্যবসার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী এস ইশ্বরন। তিনি বলেন, দুদেশের মধ্যে এজন্য সমঝোতা সহযোগিতা (এমওসি) সই হয়েছে, যাতে আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা যায়।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

এস ইশ্বরন বলেন, ‘বাংলাদেশকে সম্ভাব্য কয়েকটি খাতে নজর দিতে হবে। বাংলাদেশিদের ব্যবসার সুযোগ কেবল সিঙ্গাপুরে আছে এমন নয়; বরং সিঙ্গাপুরের মাধ্যমে বৃহৎ আসিয়ান অঞ্চলে রয়েছে। কাজেই একসঙ্গে কাজ করতে আমরা কী করতে পারি বা করা উচিত, তা নিয়ে ভাবতে হবে। আর এই প্রক্রিয়া শুরু করতে আমাদের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে। ব্যবসায়িক কর্মকাণ্ড সামনে এগিয়ে নিতে তারা কাজ করছে। মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো সমঝোতার ক্ষেত্রে আমাদের কী ধরনের ব্যবসা দরকার, এ নিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে।’

সিঙ্গাপুরে জনবল পাঠানো নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা এখন যা করছি তার পরিপ্রেক্ষিতে আমাদের সামনের পথ নিয়ে চিন্তা করা উচিত নয়। উদাহরণস্বরূপ, ডিজিটাল অর্থনীতি বলতে মানুষের এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বোঝায় না। বরং ডিজিটাল সংযোগের মাধ্যমে সেবা দেয়াকে বোঝায়। যদি আমাদের শক্তিশালী ডিজিটাল সংযোগ থাকে, এ জন্য প্রয়োজনীয় বিধিবিধান থাকে, তখন দূরে বসেই অনেক দক্ষতা ও সেবার আদান-প্রদান করা যাবে। কাজেই আমরা কী ধরনের সুযোগ-সুবিধা চাই, তার ওপর ভিত্তি করে কাজ শুরু করা দরকার।’

টিপু মুনশি বলেন, ‘আজ (বুধবার) আমাদের সঙ্গে সিঙ্গাপুরের একটি সমঝোতা সহযোগিতা (এমওসি) সই হয়েছে। এটি মূলত সামনের দিকে ব্যবসা-বাণিজ্যসহ অন্য বিষয়ে কীভাবে এগিয়ে যাব, সেটা নিয়ে হয়েছে। আজ কেবল শুরু হলো। ভবিষ্যতে আরও কত বেশি কাজ করা যায়, তা নিয়েই ভাবছি।’

সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে টিপু মুনশি বলেন, ‘সিঙ্গাপুরে প্রতিনিয়তই আমাদের লোক যাচ্ছে। তারা চাহিদা দিচ্ছেন, আমরাও লোক দিচ্ছি। এছাড়া সিঙ্গাপুরে বিভিন্ন খাতে আমাদের যেসব কর্মী কাজ করেন, তারা-তো থাকবেনই। পাশাপাশি নতুন লোকও যাচ্ছে। তবে এ ব্যাপারে কোনো বাধা নেই। এটা যেভাবে চলছে চলমান থাকবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন