হোম জাতীয় ভুয়া মানচিহ্ন ব্যবহার করায় তিন কারখানা সিলগালা

জাতীয় ডেস্ক :

পণ্যের মান সনদ না নিয়ে গোপনে ভুয়া মানচিহ্ন ব্যবহার করে মশার কয়েল উৎপাদন ও বিক্রি করায় রংপুরের তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর হারাগাছের গফুরটারী ও ঠাকুরদাশ গ্রামে অভিযান পরিচালনা করে বিএসটিআই। এ সময় কারখানা মালিক বিএসটিআই সনদ দেখাতে না পারায় মেসার্স নিশাত কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মেসার্স কাজল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও সোনালী কয়েল কারখানাকে সিলগালা করা হয়।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ বলেন, পণ্যের মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে কয়েলের প্যাকেটে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার, উৎপাদন ও বাজারজাত করে আসছিল এই তিন কারখানা। এর আগে বেঙ্গল, নিশাত, কাজল ও সোনালী কারখানার মালিকদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা উৎপাদন অব্যাহত রাখে। পরে সোমবার অভিযান পরিচালনার সময় কারখানা মালিক বিএসটিআই সনদ দেখাতে না পারায় তিন কয়েল কারখানা সিলগালা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় সহকারী পরিচালক (সিএম) জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মেসবাহ-উল-হাসান ও মারুফা বেগম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন