জাতীয় ডেস্ক :
অবৈধভাবে সিসা গলিয়ে ব্যাটারি তৈরির অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার ডোবা ব্রিজ সংলগ্ন একটি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এ জরিমানা করেন। কারখানার মালিকের নাম আশিক। তিনি সিংড়া উপজেলার বাসিন্দা।
মো. আল ইমরান বলেন, সিংড়া উপজেলার ডোবা ব্রিজ এলাকায় একটি কারখানায় সিসা গলিয়ে ব্যাটারি প্রস্তুতের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অবৈধ এ কারখানায় ব্যাটারি তৈরি করে পরিবেশের ক্ষতি করছেন কারখানা মালিক আশিক। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি উচ্ছেদ করেন। এ সময় কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
