আন্তর্জাতিক ডেস্ক :
বিচারকদের পূর্ণ শরিয়া আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি বলেন, ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের শাস্তি অবশ্যই ইসলামি শরিয়া আইন অনুযায়ী হওয়া উচিত।
শরিয়া আইনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর, পাথর নিক্ষেপ, চাবুক মারা এবং চোরদের হাতের কবজি কাটার বিধান রয়েছে।
নব্বইয়ের দশকে ক্ষমতায় থাকাকালীন তালেবানদের এ ধরনের শাস্তি প্রয়োগের ব্যাপক সমালোচনা হয়েছিল। গত বছর ক্ষমতায় আসার পর তারা আগের চেয়ে তুলনামূলক কম চরমপন্থা অবলম্বনের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গত এক বছরের বেশি শাসনামলে তারা দেশটিতে ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। বিশেষ করে নারীর অধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে।
তালেবানের সর্বোচ্চ নেতা বলেন, বিচারকদের অবশ্যই শরিয়া আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি দিতে হবে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার রাতে এক টুইটে বলেন, এক দল বিচারকের সঙ্গে দেখা করার পর মোল্লা আখুন্দজাদা ‘বাধ্যতামূলক’ এ নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘চোর, অপহরণকারী এবং রাষ্ট্রদ্রোহীদের মামলার ফাইল সতর্কভাবে পর্যালোচনা করতে হবে।’ তালেবান সরকার মানবাধিকার এবং স্বাধীনতার বিষয়ে যে কঠোর অবস্থান নিচ্ছে–এ নির্দেশ তার সবশেষ প্রমাণ।
