খেলাধূলা ডেস্ক :
আড়াই মাসের ছুটি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে দলের দায়িত্ব সামলাবেন তিনি।
সোমবার (১৪ নভেম্বর) সকালে ডমিঙ্গোর বাংলাদেশে পা রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।
এর আগে গত আগস্টে টি-টোয়েন্টির জন্য ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দিয়ে বিশ্রামে পাঠানো হয় প্রোটিয়া কোচ ডমিঙ্গোকে। শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। শর্ত ছিল, বৈশ্বিক টুর্নামেন্টটিতে টাইগারদের সাফল্যের ওপর নির্ভর করবে শ্রীরামের পরবর্তী চুক্তি।
কিন্তু আসরটিতে খুব একটা সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। তবে শ্রীরামের সঙ্গে পরবর্তী চুক্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। এর মধ্যে দেশে ফিরে আসলেন ডমিঙ্গো। অবশ্য টেস্ট ও ওয়ানডের জন্য ডমিঙ্গোর জায়গায় এখনও অন্য কাউকে ভাবা হয়নি। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন ক্যাম্পে শিষ্যদের যাচাই করে নেবেন ডমিঙ্গো। এরপর ঘোষণা করা হবে দল।
আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর তিন দিনের বিরতি দিয়ে ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাদা পোশাকের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে শেষ হবে ভারতের বাংলাদেশ সফর।
