হোম আন্তর্জাতিক সম্পত্তি দান: প্রথমবার মুখ খুললেন আমাজন প্রতিষ্ঠাতা বেজোস

আন্তর্জাতিক ডেস্ক :

ই-কমার্স কোম্পানি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জীবদ্দশায় তার ১২৪ বিলিয়ন সম্পদের সিংহভাগ দান করবেন বলে ঘোষণা দিয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রথমবারের মতো তিনি এ ঘোষণা দেন।

‘গিভিং প্লেজে’ স্বাক্ষর না করার জন্য অনেকে বেজোসের সমালোচনা করে বলেছেন, বিশ্বের শত শত ধনী ব্যক্তি তাদের সম্পদের সিংহভাগ দাতব্য কাজে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। গিভিং প্লেজ নামের কর্মসূচির মাধ্যমে কোটিপতিদের সম্পদের কমপক্ষে অর্ধাংশ দাতব্য কাজে লাগানোর জন্য উৎসাহ দেয়া হয়। বিল গেটস তার দীর্ঘদিনের বন্ধু ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে গিভিং প্লেজ নামে এ কর্মসূচি চালু করেন।

বেজোস বলেন, তিনি এবং সমাজসেবী লরেন সানচেজ এই অর্থ দেয়ার বিষয়ে একটি পরিকল্পনা করছেন। জীবদ্দশায় তার সম্পদের সিংহভাগ দান করতে চান কি না–সরাসরি সিএনএনের প্রশ্নে বেজোস বলেন: ‘হ্যাঁ, আমি দান করতে চাই।’

এরই মধ্যে বেজোস আর্থ ফান্ড সংস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য ১০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দিয়েছেন।

সাক্ষাৎকারে রাজনৈতিক সংলাপ, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা, সানচেজের মহাকাশ ভ্রমণের পরিকল্পনা, ব্যবসায়িক অংশীদারত্বসহ নানা বিষয়ে কথা হয়।

২০২১ সালে আমাজনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছিলেন বেজোস। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট, মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিন এবং আমাজনের প্রায় ১০ শতাংশ মালিকানা রয়েছে বেজোসের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন