হোম জাতীয় আত্মীয়কে দাওয়াত দিতে গিয়ে সড়কে জাপা নেতা নিহত

জাতীয় ডেস্ক :

নোয়াখালী সদর উপজেলায় আত্মীয়কে অনুষ্ঠানের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আবদুল হামিদ (৫২) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতা নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীরহাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল হামিদ নোয়াখালী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

নিহতের চাচাতো ভাই সাহাব উদ্দিন বলেন, পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দিতে মোটরসাইকেলে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। পথে নুরুপাটোয়ারীরহাট এলাকায় পৌঁছালে আবদুল হামিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথার পেছনের অংশে মারাত্মক আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির জেলা সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, মাথার পেছনের অংশে আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন