হোম খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপ, রানে কোহলি, উইকেটে সেরা হাসারাঙ্গা

খেলাধূলা ডেস্ক :

মেলবোর্নে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববারের (১৩ নভেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে একাধিক আসরের শিরোপাজয়ী হিসেবে নাম লেখাল ইংল্যান্ড। প্রথম পর্ব পেরিয়ে আসা চার দল ও র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দল মিলিয়ে মোট ১২ দলের সুপার টুয়েলভ ও সেমিফাইনাল পেরিয়ে অনুষ্ঠিত হলো ফাইনাল। আসরটিতে ব্যক্তিগত নৈপুণ্যে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন অনেকেই।

অস্ট্রেলিয়ার মাটিতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বসেছিল তারকার সমাবেশ। প্রথম পর্ব ও সুপার টুয়েলভ পর্ব মিলিয়ে আলো ছড়িয়েছেন অনেকেই। আবার অনেক তারকা ব্যর্থ হয়েছেন প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে। ব্যাট হাতে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জস বাটলাররা প্রত্যাশিত সাফল্য পেলেও ব্যর্থ হয়েছেন ওয়ার্নার, বাবর আজমের মতো তারকারা।

বল হাতেও জ্বলে উঠেছেন প্রত্যাশিতদের প্রায় সবাই। অঘটন দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে চমক দেখিয়েছে সহযোগী সদস্যদেশগুলো। ছেড়ে কথা বলেনি পরাশক্তিদের। তাই সেরা পারফর্মারদের তালিকায়ও জায়গা পেয়েছেন তাদের অনেকে।

সেমিফাইনাল থেকে বিদায় নিলেও টুর্নামেন্টে হেসেছে বিরাট কোহলির ব্যাট। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় মহাতারকা। ৬ ম্যাচের ৬ ইনিংসে ৯৮.৬৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে ২৯৬ রান করেছেন কোহলি। তবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের নামে আছে চমক। প্রথম পর্ব ও সুপার টুয়েলভ মিলিয়ে ৮ ম্যাচে ৩৪.৫৭ গড় ও ১১২.৫৫ স্ট্রাইক রেটে ২৪২ রান করেছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দউদ।

এবারের আসরে বল হাতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ান্নিদু হাসারাঙ্গা। প্রথম পর্ব ও সুপার টুয়েলভ মিলিয়ে ৮ ম্যাচে ৩১ ওভার হাত ঘুরিয়ে ১৯৯ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন এই স্পিনার, ১৩.২৬ গড় ও ৬.৪১ ইকোনমি রেটে।

দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন টুর্নামেন্টসেরা স্যাম কুরান। ৬ ম্যাচে ১১.৩৮ গড়ে ও ৬.৫২ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী ইংলিশ পেসার।

আসরের সেরা পাঁচ রান সংগ্রাহক
১. বিরাট কোহলি (ভারত)–২৯৬ রান
২. ম্যাক্স ও’দউদ (নেদারল্যান্ডস)–২৪২ রান
৩. সূর্যকুমার যাদব (ভারত)–২৩৯ রান
৪. জস বাটলার (ইংল্যান্ড)–২২৫ রান
৫. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)–২২৩ রান

আসরের সেরা পাঁচ উইকেট শিকারি
১. ওয়ান্নিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)–১৫ উইকেট
২. স্যাম কুরান (ইংল্যান্ড)–১৩ উইকেট
৩. বাস ডি লিড (নেদারল্যান্ডস)–১৩ উইকেট
৪. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে)–১২ উইকেট
৫. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)–১১ উইকেট

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন