হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর সমাধিতে তালা উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরা তালা উপজেলার আলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

এসময় সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্রতা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুঁতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, ইকবাল হোসেন, জেলা আলম টিটু, অধ্যক্ষ এনামুল হক, অধ্যক্ষ আব্দুর রহমানসহ নবগঠি তালা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে তালা উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায়, তালা উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, কোন অনুপ্রবেশকারী, স্বাধীনতা বিরোধী পরিবারের কেউ ও দলের সিদ্ধান্তের বাইরে যারা স্থানীয় নির্বাচনে বিরোধিতা করেছেন এবং দলের বিভেধসৃষ্টিকারীরা কেউ আ’লীগের সদস্য হতে পারবেন না। তিনি বলেন, বাংলাদেশ আ’লীগ মাটি ও মানুষের দল। দলের তৃনমূলের নেতাকর্মীরা আ’লীগের মুল চালিকা শক্তি। তৃনমূল আ’লীগের সিদ্ধান্ত নিয়ে আগামীতে যে সব ইউনিটের মেয়াদ উত্তীর্ন হয়েছে সেখানে অচিরেই সাংগনিক ভাবে শক্তিশালি করতে কমিটি গঠন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন