হোম খেলাধুলা ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে বললেন ফিফার সাবেক সভাপতি

খেলাধূলা ডেস্ক :

নারীদের প্রতি ইরানের সব সময়ই কট্টর অবস্থান! খেলাধুলায় তাদের নানাবিধ বিধিনিষেধ তো রয়েছেই, অন্য সেক্টরগুলোতেও নারীরা নির্যাতিত হন বলে অভিযোগ দীর্ঘদিন ধরে। মাস কয়েক আগে হিজাব ইস্যুতে এক তরুণীও খুন হয়েছিল দেশটিতে, যা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এসব প্রসঙ্গ টেনে কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেয়ার কথা বললেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।

ইরানের ড্রেস কোড না মানায় গত সেপ্টেম্বরে মাশা আমিনি নামে এক তরুণী খুন হয়েছিলেন। সেই ঘটনার বিক্ষোভকারীদের প্রতি সহিংস হওয়ার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে। এসব প্রসঙ্গ তুলে ধরে সেপ ব্লাটার সুইজারল্যান্ডভিত্তিক পাবলিকেশন সংস্থা ব্লিককে বলেছেন, ‘ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া উচিত।’

বিশ্বকাপের জন্য কাতারকে প্রস্তুত করতে গিয়ে নির্মাণ কাজে শত শত মানুষ মারা গেছেন। এ বিষয়ে ব্লাটার আঙুল তুলেছেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দিকে। তিনি বলেন, ‘সে (জিয়ান্নি) এখনই সমস্যার ভেতরে। কাতারের সঙ্গে সে সমঝোতা করতে পারেনি, যারা নির্মাণ কাজে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কিছু করতে পারেনি। আমি মনে করি, ফিফাতে আছে এবং সাহস আছে, এমন একজনের এই দায়িত্বটা নেয়া উচিত।

কিছুদিন আগে ব্লাটার বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাতারে বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গেও। সুইস আউটলেট তেজেস অ্যানজেইগারকে তিনি বলেছিলেন, ‘কাতারকে আয়োজক হিসেবে ঠিক করার সিদ্ধান্তটি ভুল ছিল। আমরা ঠিক করেছিলাম, ২০১৮ সালে রাশিয়া আর ২০২২ সালে যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুটি পরাশক্তির দেশ। তারা পরপর বিশ্বকাপ আয়োজন করলে খুব ভালো হতো।’

কাতারের আয়োজক হওয়ার সিদ্ধান্তকে ঠিক কী কারণে ভুল বলছিলেন ব্লাটার? তার ভাষ্যমতে, ‘এটা (কাতার) খুব ছোট দেশ। ফুটবল আর বিশ্বকাপ সে হিসেবে অনেক বড় পরিসরের ব্যাপার-স্যাপার। আমার জন্য বিষয়টি পরিষ্কার, সিদ্ধান্তটি ভুল ছিল।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন