হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করছেন সাবেক ইউপি সদস্য সুভাষ

নড়াইল অফিস :

নড়াইল-মাগুরা সড়কের দুইপাশে থাকা লাখ লাখ টাকার গাছ অবৈধভাবে কর্তন করে বিক্রি করছেন সুভাষ সাহা নামের এক সাবেক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাগডাঙ্গায়। সুভাষ ওই গ্রামের নরেন্দ্রনাথ সাহার ছেলে এবং হবখালি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এদিকে অবৈধ ভাবে গাছ কেঁটে বিক্রির ফুটেজ সংগ্রহ করতে গেলে সুভাষ সাহার ছেলে তুষার সাংবাদিকদের উপর ক্ষেপে যান।

এলাকাবাসী জানায়, প্রায় বছর খানেক আগে নড়াইল-মাগুরা সড়কের বাগডাঙ্গায় সড়কের দুইপাশে থাকা কয়েক লাখ টাকার গাছ অবৈধ ভাবে কর্তন করেন সুভাষ সাহা। এরপর তিনি থেমে থাকেনি বিভিন্ন সময়ে নানা কৌশলে আরো গাছ বিক্রি করতে থাকেন । গাছ বিক্রির টাকাও নিজের কাছে রেখে দিয়েছেন । বিভিন্ন বাঁধার কারণে সব গাছ বিক্রি করতে না পারায় রাস্তার পাশে পড়ে থেকে কাঁটা গাছের অনেকাংশ নষ্ট হয়। গাছ বিক্রি করতে বিভিন্ন অফিসে দৌড় ঝাপ ও করেন । সম্প্রতি দেখা যায় পড়ে থাকা সেই গাছের অংশ ফের বিক্রি শুরু করেছেন সুভাষ। এদিকে সুভাষের করা উপকার ভোগীদের ও ভূমির মালিকদের তালিকা নিয়েও রয়েছে বিতর্ক। প্রকৃত পক্ষে ওই তালিকায় যাদের নাম থাকার কথা তাদের নাম নেই। সুভাষের কাছের লোকজনদের নাম দিয়ে ওই তালিকা বানানোর অভিযোগও রয়েছে।

টেন্ডার ছাড়া গাছ কর্তনের কথা অকপটে স্বীকার করে সুভাষ সাহা বলেন, বনবিভাগ ও জেলা পরিষদের কথায় কোন ধরনের টেন্ডার ছাড়াই তখন তিনি গাছ কাঁটেন। পরবর্তীতে ৮৫ হাজার টাকার গাছ বিক্রি করে সেই টাকা নিজের কাছে রেখেছেন । উপকার ভোগীদের ও ভূমির মালিক দের তালিকা নিয়ে বিতর্কের ব্যাপারে সুভাষ বলেন, এ তালিকা বনবিভাগের করা। এদিকে বনবিভাগ বলছে,মেম্বর সুভাষ যে গাছ কেটেছেন বা উপকারভোগীদের তালিকার কথা বলছেন তা বনবিভাগের নিবন্ধিত নয়।

এ ব্যাপারে নড়াইল বনবিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ বলেন,বনবিভাগের সাথে চুক্তির কোন কাগজ-পত্র ওদের কাছে নেই। সুভাষ সাহা যে গাছ কেঁটে বিক্রি করছেন তা বনবিভাগের নিবন্ধিত নয়। সে যে তালিকার কথা বলছে তাও তাদের নিবন্ধনে নেই।

এ বিষয়ে নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. মোঃ লুৎফার রহমান জানান, তিনি আসার আগে গাছ গুলো কাঁটা হয়। গাছগুলো পূর্বের পরিষদ থাকতে কাঁটা হয়েছিল। কিভাবে কাঁটা হয়েছিল আমার জানা নেই। নতুন পরিষদ গঠন হলে প্রথম সভায় বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন