খেলাধূলা ডেস্ক :
ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর থমকে গিয়েছিল ভারতের ড্রেসিংরুম। রোহিত ও হার্দিক পান্ডিয়া সবাই একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। বাদ যাননি কোহলিও। তবে বিদায়ের প্রায় ১৮ ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি বার্তা দিয়ে বিরাট কোহলি জানিয়েছে, তিনি আছেন। নিজেকে সামলে নিয়েছেন। ফিরে আসার বার্তাই দিলেন তিনি।
গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সে বার কোহলি ছিলেন অধিনায়ক। এ বার নেতার মুকুট তার মাথায় ছিল না, কিন্তু ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৯৬ রান। কিন্তু দলকে ট্রফি জেতাতে পারলেন না। তাই এই ব্যর্থতা নিয়ে টুইটারে টুইট করেছেন কোহলি।
টুইটারে কোহলি লিখেছেন, ‘আমরা আমাদের স্বপ্ন অর্জনের জন্য অস্ট্রেলিয়ার উপকূলে গিয়েছিলাম। কিন্তু এখন হতাশা নিয়ে ফিরছি। তবে এই সফর থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারি, একটি গ্রুপ হিসাবে স্মরণীয় একটি টুর্নামেন্ট ছিল এবং ভবিষ্যতে এর থেকে আরও ভাল করার লক্ষ্য আমাদের।’
এরপর তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। কোহলি লিখেছেন, ‘এখানে আমাদের সমস্ত ভক্তদের ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন স্টেডিয়ামগুলিতে। আমাদের সমর্থন করার জন্য। এই জার্সিটা আমাদের কাছে খুব মূল্যবান আর আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।’
এদিকে শুধু টুইট করেছেন চাহাল, হার্দিক পান্ডিয়ারাও। সবাই দুঃখ প্রকাশ করার পাশাপাশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
