বাণিজ্য ডেস্ক :
ঊর্ধ্বমুখী থাকার পর লিটার প্রতি ৫ টাকা কমেছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের নতুন দর ঠিক করা হয়েছে ১২৫ টাকা আর আন্তর্জাতিক রুটের জন্য ৯৬ সেন্ট।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার (১১ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
গত বছর বাড়ছিল জেট ফুয়েলের দাম। সবশেষ গত ২৬ অক্টোবর জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১৩০ টাকা আর আন্তর্জাতিক গন্তব্যের জন্য এক ডলার নির্ধারণ করা হয়।
তবে জেট ফুয়েলের দাম ৫ টাকা কমলেও একে পর্যাপ্ত বলছে না দেশি এয়ারলাইনস। প্রতিদিন উড়োজাহাজগুলোর প্রায় ৯ হাজার ব্যারেল জেট ফুয়েল প্রয়োজন হয়।
