রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
মনিরামপুরে ৬৮ পিস ইয়াবাসহ সুমন কবীর ওরফে ছোট সুমন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ফাঁড়ির পুলিশ। বুধবার রাত ২ টার দিকে মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের রাজধানী পাড়া এলাকায় তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বালিধা গ্রামের জাকির হোসেন গাজীর ছেলে। এলাকাবাসী জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
নেহালপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতিকুজ্জামান তার সঙ্গীয় অফিসার এএসআই মোঃ শরিফুল ইসলামকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছে থাকা ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন লাল রঙের একটি ১০০ সিসি রোড মাস্টার মোটর সাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।
নেহালপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতিকুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা সহ তাকে হাতে নাতে ধরতে সক্ষম হই। মনিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরজ্জামান জানান, সুমন কবীরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনিরামপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ১৩/২২, তারিখ : ১০/১১/২০২২ ইং। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।