হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় নানা আয়োজন

দেবহাটা প্রতিনিধি :

নানা আয়োজনে দেবহাটায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা উপজেলা মুক্তমঞ্চ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, এলজিইডি প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েল, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, তথ্য অফিসার মৌসুমি খাতুন, উত্তণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালেয় শিক্ষকগন ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

শুরুতে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে ৪ টি প্যাভিলিয়নে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন ও ডিজিটাল সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নানামুখি প্রচার করা হয়।

মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন