হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে কুকুরকে টিকাদান কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে আজ বৃহস্পতিবার (১১নভেম্বর) সকালে, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান(এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় টিকাদান কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন করার ব্যাপারে সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ডাঃ মোঃ রায়হান, ডাঃ বিভূতি মল্লিক, ওসি(তদন্ত) মোঃ মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মিয়া ও মোল্লা মিজানুর রহমান, জেলা কো-অর্ডিনেটর নাদিম মাহমুদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ প্রমুখ। স ালনা করেন পরিসংখ্যানবিদ আবু তাহের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন